নির্ঘুম রাত্রি উড়ে আসা জোনাকির দল
বসে ঘাটে বকুল গাছে ছায়া পুকুর জল।
নির্ঘুম রাত্রি বাদুর ঝুলে গাছের ডালে
খেতে যে ব্যস্ত চিবিয়ে সবে নিজ গালে।
নির্ঘুম রাত্রি কুকুর শুয়ে বাহির দরজায়
মুনিব ভক্ত প্রাণী তাই সর্বদা পাহারায়।
নির্ঘুম রাত্রি বাহির পেঁচা দুচোখ জ্বেলে
ক্ষুধা মেটায় তাই শিকার সামনে পেলে।