পবিত্র রমজানকে মর্যাদা দিয়ে গ্রহণ করি
মিথ্যাকে বর্জন করে সত্যকে আঁকড়ে ধরি,
হালাল হারাম বেছে নিয়ে জীবনটাকে গড়ি
সকাল দুপুর খুশি মনে কোরআনটা পড়ি।
সকল প্রকার পাপ হতে বিরত যেন থাকি
হিংসা বিদ্বেষ দূর করে হৃদয় পবিত্র রাখি,
অসহায় গরিব দুঃখীর পাশে যেন দাঁড়াই
সাধ্যমত সবাই যেন সাহায্যের হাত বাড়াই।
প্রতিবেশীর সাথে যেন ভালো আচরণ করি
সুন্দর উপদেশ দিয়ে যেন সম্প্রীতি গড়ি,
মিলে মিশে থাকলে সবাই লাগে খুব ভালো
সবার দুয়ারে জ্বলে উঠুক রহমতের আলো।