বাংলা আমার প্রাণ জীবনের সম্মান
বিজয় পতাকা আমাদের সম্মান।
বীর সন্তানের রক্তের বিনিময়ে
মা বোনের ইজ্জত সম্ভ্রম
হাজার হাজার মায়ের সন্তানের
জীবনের বিনিময়ে আমাদের
এই স্বাধীন বাংলাদেশ।
সন্তান হারানো মা-বাপের কান্না
পিতা-মাতা হারানো সন্তানের আকুতি
স্বামী হারানো স্ত্রীর কান্না
বিজয় পতাকা স্বাধীন মানচিত্র।
৭ই মার্চ ছিল লোকে লোকারণ্য
বিজয়ের উল্লাসে প্রতিটি প্রাণ
আনন্দমুখর জীবনের বিনিময়ে
লাল সবুজের রক্তাক্ত স্বাধীন নিশান।