সুপ্রভাত সিডনি রিপোর্ট :সিডনির ম্যাকুয়ারীলিংকস্থ হোসেন আরজু’র মাতা বেগম রোকেয়া (৮০) গত ১৪ মার্চ ২০২৪ বৃহস্পতিবার সকালে বাংলাদেশের কুমিল্লায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন,ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন । আল্লাহ্পাক রমজানের এ পবিত্র মাসে উনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন (আমিন)। মৃত্যুকালে তিনি চার ছেলে ও এক কন্যা সন্তানসহ অনেক আত্মীয়স্বজন,গুণগ্রাহী রেখে গেছেন।
বেগম রোকেয়া বেশ কিছু দিন যাবৎ অসুস্থ ছিলেন, একপর্যায়ে হাসপাতাল থেকে বাসায় নিয়ে একান্ত নিবিড়ে যত্ন সহকারে বাসায় চিকিৎসা চলছিলো। হঠাৎ অবস্থার অবনতির খবর পেয়ে সিডনি থেকে হোসেন আরজু ছুটে যান মমতাময়ী মাকে একনজর দেখার জন্যে। মৃত্যুর সময় হোসেন আরজু মায়ের পাশেই ছিলেন। অবশেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।
এদিকে গত ১৯ মার্চ ২০২৪ মঙ্গলবার সিডনির ল্যাকেম্বায় এক দো’য়া মাহফিলের আয়োজন করা হয়। আকস্মিক এ দো’য়া মাহফিলে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মায়ের ইন্তেকালে বিশিষ্ট ব্যবসায়ী হোসেন আরজু সকলের কাছে দো’য়া চেয়েছেন।