বছর ঘুরে আসমানেতে আসে ঈদের চাঁদ
মনের মাঝে পরম সুখে ভাঙে খুশির বাঁধ,
ঈদের দিনে সরল মনে সাম্য নীতি জাগে
সবাইকেই সবার কাছে অতি আপন লাগে।
ধনী গরিব ভেদ থাকেনা বুকে মিলাই বুক
অভাবীদের দান করিয়ে সবার মনে সুখ,
দু’হাত তুলে খোদার কাছে এই মিনতি রাখি
সারাজীবন সবাই যেন এইভাবেই থাকি।