মানুষ রূপী প্রেতাত্মা: সুশান্ত কুমার দে

কান পেতে শুনি ঐ চারিদিকে কান্না

হায়! হায়! কেন এত মানুষের যন্ত্রণা?

যুদ্ধ হানাহানি রাজনৈতিক চালচলন

মানুষের জীবন, ইচ্ছে মত বাঁচা মরণ।

ইসরাইলের আগ্রাসী বিশ্ব তো থমকে

অসহায় ফিলিস্তিনি, হৃদপিণ্ড চমকে।

বাঁচার দীপশিখা নিভায় কালবৈশাখী

উড়ন্ত ঝড়ো হাওয়া, ক্ষয় ক্ষতি রাশি।

নেই কোন পরোয়ানা, আইন শৃঙ্খলা

বিষাক্ত তেজস্ক্রিয় অবাধে পথ চলা,

স্বস্তির নিঃশ্বাসেই অক্সিজেন ও শূন্য

কার্বন ডাই অক্সাইড ভরে আছে পূর্ণ।

হা অন্ন, হা বস্ত্র, জীর্ণ শীর্ণ দেহ খানা

দুহাতে পেতে চায় ঝলসা রুটি খানা,

নেইতো কোন আক্ষেপ যন্ত্রণায় পিষ্ট

এতো কিছু সবই কেন মানুষের সৃষ্ট?

বিবেকহীন মানবতা চৌকাঠে চৌচির

অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখে বীর?

নেই কোন করুণা, সহমর্মিতা বিলীন

মানুষ রূপী প্রেতাত্মা নাচে ধিন ধিন?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *