দূর নীলিমায় ওই দেখা যায় বাকা চাঁদের হাসি, ঈদ মুবারক ঈদ মুবারক দিকে দিকে খুশি। ভোর হলেই শয্যা ছেড়ে গোসল করব সবে, নতুন জামায় আতর মেখে মনটা খুশি হবে৷ ঈদের সালাত আদায় করে তুলবো দুটি হাত, প্রভুর তরে নত স্বরে করবো মুনাজাত। অভাবীদের সঙ্গে নিয়ে শিরনি খেতে হবে, সুখে-দুঃখে সব মানুষের সঙ্গী হবো সবে৷ নিয়ম
দূর নীলিমায় ওই দেখা যায়
বাকা চাঁদের হাসি,
ঈদ মুবারক ঈদ মুবারক
দিকে দিকে খুশি।
ভোর হলেই শয্যা ছেড়ে
গোসল করব সবে,
নতুন জামায় আতর মেখে
মনটা খুশি হবে৷
ঈদের সালাত আদায় করে
তুলবো দুটি হাত,
প্রভুর তরে নত স্বরে
করবো মুনাজাত।
অভাবীদের সঙ্গে নিয়ে
শিরনি খেতে হবে,
সুখে-দুঃখে সব মানুষের
সঙ্গী হবো সবে৷
নিয়ম মত যাকাত ফেতরা
দিবো হিসাব করে,
ঈদের খুশি পৌঁছে যাতে
সব মানুষের ঘরে৷
Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *