দ্বন্দ্ব চাই না মিল চাই আমরা
চাই যে ভালো থাকতে,
সব ভেদাভেদ ভুলে গিয়ে
কাঁধে কাঁধটা রাখতে।
দ্বন্দ্ব করে কে বা কখন
পেয়েছে ভালো কিছু?
পাইনি রে ভাই পাইনি কখনো
কষ্ট নেয় যে পিছু।
আরামের ঘুম হারাম যে হয়
শান্তি যায় সব নাশে,
কষ্টের পরে কষ্ট আসে
মাসের পরে মাসে।
বিবি বাচ্চা মাতা-পিতা
সব জনাকে ছাড়ি,
থাকতে যে হয় বোঝা হয়ে
পরের বাড়ি বাড়ি।
ভালো কী নয় এসব ছেড়ে
থাকতে মিলেমিশে?
জানি না হায় ঐক্য নষ্ট
করতে আসে কী সে!