বেঁচে থাকা নয় শুধু জীবনের মুখ্য
ন্যায়-নীতি খরা হলে সবকিছু রুক্ষ,
অধিকার লুটেরায় নেয় কেড়ে রঙ্গে
একপেশে জাঁতাকলে ব্যথাহত অঙ্গে।
অসাধুর মায়াজালে বৃথা মায়া সঙ্গ
মুখে শুধু সাধু সাধু ব্রতে রণ ভঙ্গ,
চাটুকার রূপকার কুহক সমাজে
মুর্খদের উঁচু গলা নষ্টের কোলাজে।