গাছে গাছে নতুন পল্লব
জলপাই রঙে ছেয়েছে দেশ
উত্তরের হাওয়ায় মন তোলপাড়,
কোকিল ডেকে মরে ডালে।
বকুল বনে বকুল ফুল
সুঘ্রাণ ছুটেছে হাওয়ায়
এমন দিনে ঘরে থাকা দায়।
কলস নিয়ে কে ছুটে নদীর ঘাটে
হলুদ রঙের আঁচল আর লাল পেড়ে শাড়ি
বেলি ফুলের মালা খোঁপায়
নদীর পানি উল্টায়
ফাগুন মনে আগুন লাগে নীরবে।