আমি অনেকদিন মানুষ দেখিনি
উত্তরে হউক আর দক্ষিণে
অন্ধকারে কিংবা আলোয়
সর্বত্র খোঁজার চেষ্টা করেছি
কতজনের কাছ থেকে জানতে চেয়েছি
তোমরা কি একজন মানুষ দেখেছো!
অবাক দৃষ্টিতে চেয়ে দেখে তারা আমায়
আমি ফিরে আসি ব্যর্থ এক হৃদয় নিয়ে।
আমি বন্ধুদের মাঝেও খুঁজে বেড়াই তাকে
তোমরা কি চেনো আমার সেই মানুষ টিকে
ওরা মুখ টিপে হাসে আর ভাবে
বন্ধুটি কি আমাদের হয়ে গেলো পাগল!
ওরা আমায় পাগল ভাবে।
কিন্তু আমি কীভাবে তাদের বোঝাই
আমি শুধু একজন মানুষ চাই!
শহরের অলিগলি আর অট্টালিকায়
মানুষের মত দেখতে অনেকেরই বাস
হাজার ভীড়ের মাঝে থেকে থেকে
বন্ধ হয়ে আসে আমার শ্বাস!
তবুও তো কেউ পারে না দিতে আমায়
একজন মানুষের সন্ধান।
আমি অনেকদিন মানুষ দেখিনি
সেই আদি থেকে শুরু করে আজ পর্যন্ত
পথে পথে ঘুরে করেছি যার খোঁজ!
আমি তোমাদের কাছে এসেছিলাম
হাসি আর আনন্দ করে
তোমাদের সাথে মিশেছিলাম
শুধুমাত্র একজন মানুষের জন্যে!
কিন্তু এখনো আমি পাইনি তার দেখা
যাকেই মানুষ ভেবে টানতে চেয়েছি কাছে
তারই কাছ থেকে পেয়েছি শুধুই ধোকা!