ঝিঁঝিপোকার বৈশাখ এলো
বাজে মাটির বীণ,
ঝড়-তুফানের মৌসুম এলো
কালবৈশাখীর দিন।
আকাশ ছুঁইয়ে মেঘ করেছে
বাদল দিনের টুঁটি,
বৈশাখ এলো বৈশাখ এলো
আম কাঁঠালের ছুটি।
কৃষক হাসে তার রাঙা ঠোঁটে
নতুন ধানের ঘ্রাণে,
পড়ছে ঝরে আমের মুকুল
ওই ঝড়বৃষ্টির বানে।
কালবৈশাখীর ঝড়ের দিনে
কোলাব্যাঙের ডাক,
ডাঙায় নাচে রুই কাতলা
সাদা বকের হাঁক।