যেদিন আমি ঘুমিয়ে যাবো
বন্ধ হবে আঁখি,
করুণ চোখে দেখবে সবে
করবে ডাকাডাকি।
খুলবেনা তো চোখের পাতা
নিথর হবে কায়া,
প্রাণ পাখিটা মেলবে ডানা
নামবে শোক ছায়া।
হয়তো কারো চোখের কোণে
জমবে কিছু পানি,
যত্ন করে ঘোমটা টেনে
দেখাবে মুখ খানি।
শান্ত হয়ে মাটির কোলে
থাকবো একা একা,
এই জনমে আর হবেনা
কারোর সাথে দেখা।
থাকবে শুধু স্মৃতি আমার
লেখার ভাঁজে ভাঁজে,
আগাম দিনে থাকবো বেঁচে
শতো স্মৃতির মাঝে।
ফুল কলিরা ফুটবে হেসে
আলোর ছটা পেয়ে,
মুগ্ধ হয়ে দেখবো আমি
ওপার হতে চেয়ে।