মেরুদণ্ডে ঘুন ধরেছে: মো. ছিদ্দিকুর রহমান

নাচ-গানে ভরে গেছে

শিক্ষা গুরুর ঘর,

কাগজ-কলম ছুড়ে ফেলে

ঢোল তবলা ধর।

শিক্ষা জাতির মেরুদণ্ড

শুনলে করে ভয়,

মেরুদণ্ডে ঘুন ধরেছে

কীট-পতঙ্গের জয়।

বিদ্যাহীনে সনদ দিলে

জাতির হবে কি?

কুনো ব্যাঙে হাল ধরেছে

পান্তা ভাতে ঘি।

বুনো ঘাসে ছেয়ে গেছে

ধান-ফসলের মাঠ,

পেঁপে গাছের তক্তা দিয়ে

গড়াও পালং খাট।

বানর কন্ঠে মুক্ত মালা

শোভা হলো ক্ষয়,

সভ্য জনে মুখ লুকিয়ে

সবার পিছু রয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *