খেলায় খুকুর নেইতো অবহেলা,
দিদাকে সে ডাকছে বিকেলবেলা।
চতুর্দিকে কালো মেঘের ভেলা,
দিদা তাকে যতোই বোঝায়-
করবে যে তাও খেলা!
শুকনো পাতা ঝরছে আশেপাশে,
সেসব খুকু কুড়ায় এবং হাসে।
বৃষ্টি ভিজে খুকখুকিয়ে কাশে,
বলছে দিদা তাও শোনে না-
ভিজলে তো জ্বর আসে!
দিদা শেষে ডাকছে খুকুর মাকে,
তবু কী আর থামানো যায় তাকে?
হঠাৎ মেঘে গুড়ুম-গুড়ুম ডাকে,
ভয়ে খুকু দিদার কোলে-
উঠলো খেলার ফাঁকে!
বসে আছে খুকু যে মুখ ফুলে,
খেলার কথা গেছেই যেন ভুলে।
বায়নাগুলো খুকু নিলো তুলে,
ঘরে ফিরে পুতুল নিয়ে-
খেলছে সে মন খুলে!