স্বরচিত দুঃখ: এবি ছিদ্দিক

স্বরচিত দুঃখের পদাবলী

গৃহপ্রমের খেদোক্তি ভাল্লাগে না আর

তবু পৃথিবীর মানুষ জানুক স্বঘোষিত ইচ্ছে

রাত বিরাতে ঘরে ফেরার ভোগান্তি

মন নিয়ে খয়রাতি ব্যবসার রমরমা ছবি ও গল্প

ক্রমশ উষ্ণ রাত অন্তঃসত্ত্বা হবে বৈকি

হাতের তালুতে নাচবে সবুজ শিশু

এসবই বৈষয়িক কৃষ্টির গতানুগতিক ফল

দেহজ জোয়ারে নীল বেদনা নেই- আছে আবেগ!

অথচ এখানেই সুখের ইতিবৃত্ত- বিবর্তন নেই!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *