তেল ফুরোলেই রাত ফুরোবে: -আনজানা ডালিয়া

ফুলের বাড়িতে জ্বলবে কিন্তু কেরোসিনের বাতি

তেল ফুরোলেই রাত ফুরোবে

সকাল আসবে হাসতে হাসতে

বারান্দায় পেতে রাখবো কাগজের মোড়া

সকালের মিষ্টি রোদ খাবে তুমি

আমি শুনবো পাখির ঝগড়া।

ও হ্যাঁ কাগজ দিয়ে মোড়া বানাতে জানতো?

আমার সাথে হাত লাগিয়ে শিখে নিবে

পেছন বারান্দা হবে আমার ঢেকি ঘর

ভাদরের ভেজা ধানে চিঁড়ে করবো,

চাল ছাটবো লালচে ভাতের জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *