বছর পরে পেলাম আবার নতুন সনের দেখা,
নেই তো জানা এই সনে কী ভাগ্যে আছে লেখা!
হৃদয় পটে ভেসে উঠে পুরান সনের স্মৃতি,
দুঃখ-শোকের নিঠুর খেলায় জাগায় মনের ভীতি!
গত সালে ধরায় ছিল যুদ্ধ যুদ্ধ খেলা,
অসহায়ের প্রাণ নিয়েছে আগ্রাসীদের চেলা।
মূল্যস্ফিতির নিষ্পেষনে কাঁদছে সকল লোকে,
দুষ্টুচক্রের কারসাজিতে দেখছে আঁধার চোখে।
প্রত্যাশি যে নতুন সনে কাটবে সকল কালো,
ভ্রান্তিগুলো শোধরে মানুষ জ্বালবে সুখের আলো!