এসেছে ঘরে কনে বসন্তে
নতুন আশা জাগে অজান্তে।
কনের মনে দোলে ফাগুন
অন্তরে উঠে সুপ্ত আগুন।
লেগেছে বসন্তের হাওয়া
আবিরে দেবে রাঙিয়ে।
সবুজ লাল নীল আবিরে
রাঙিয়ে দেবে মন কনের।
পলাশে রঙ যেনো লাগবে
মধুর টিয়া রঙ দেখাবে।
লাগবে দেখতে মধুর রঙ
হাতছানি দেবে বন্ধুত্বের রঙ।
ফাগের আগুন যাক ছড়িয়ে
লাগুক আবিরের রঙ হৃদয়ে।
আকাশ বাতাস উঠুক ভরিয়ে
খুশিতে গৃহবাসী নাচুক দোলায়।