তোমার জন্য বৈশাখী: ফারুক আহম্মেদ জীবন

এই রূপসী বাংলার সবার কাছেতে যে

তুমি যেনো এক রূপের কন্যা,

তোমার আগমনেতে তাইতো চারিদিকে

আজ যেনো বইছে খুশীর বন্যা।

নব বরতের জাগরণ তুলে বৈশাখী তুমি

বাংলার নব সন করিলে শুরু,

যতো সুখ দুঃখের স্মৃতিকে পিছনে রেখে

এগারটি মাসের সাজিয়া গুরু।

তোমাকে পেয়ে সকলে আনন্দ উল্লাসে

মেতে উঠেছে শহর বন্দরে,

রঙের ছড়াছড়ি আকাশে উড়াইয়াছে ঘুড়ি

সেজেছে নানান রূপের বাহারে।

চারিদিকে বাজিতেছে ডোল তবলা কাশী

বাজিতেছে নানান বাদ্য বাজনারে,

খুশীর জোয়ারেতে যে লেগেছে সে দোল

আজ বাংলার প্রতিটা ঘরে ঘরে।

বৈশাখের নানান বাহারী পরে সবে শাড়ি

সাজাইয়া রসালো মিষ্টির হাঁড়ি,

সাথে লয়ে বর, বঁধু চলেছে বাপের বাড়ি

দু’হাতে পরে লাল কাঁচের চুড়ি।

তুমি এলে তাই রূপের বাংলায় বৈশাখী

নতুন সুখের স্বপন দেখে আঁখি,

সারাটি বছর তুমি সবার রেখ পরম সুখে

বরণ করে রাখিব তব স্মরণে রাখি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *