প্রখর রোদের এই বৈশাখে
বারিষ মোদের দাও,
ধরার বুকে খরায় জমিন
একটু ফিরে চাও।
কূল কায়েনাত তোমার সৃজন
তুমি মালেক সাঁই,
রহমতেরই চাঁদোয়াতল
তোমার দৃষ্টি চাই।
আসমান টুটে মুষলধারে
বাদলের জল চাই,
তোমার দয়া বিনা আমাদের
কোনো উপায় নাই।
কহর দৃষ্টি হলে তোমার
পুড়ে হব ছাই,
দয়া বিনে ত্রিভুবনে
কোথায় পাব ঠাঁই।
মুমিন লোকে বিলাপে রয়
করে তোমার ভয়,
তুমি বাঁচাও তুমি মারো
আরতো কেহ নয়।