চাঁদ উঠেছে চাঁদ উঠেছে
ঈদের খুশি নিয়ে,
ঈদের নামাজ পড়বে সবে
ঈদের মাঠে গিয়ে।
সিমাই পায়েস ঘরে ঘরে
সবাই মিলে খাবে,
গরিব দুখি মেথর মুচি
তারাও দাওয়াত পাবে।
যাকাত ফিতরা পৌঁছে দেবে
নিঃস্ব জনের ঘরে,
মহান আল্লাহ খুশি হবেন
তোমার কাজের তরে।
নিজের বাড়ি কোরমা ফোলাও
পাশের বাড়ি খিদে,
নারাজ হবেন আল্লাহ তালা
এমনতরো ঈদে।
ধনী গরীব নাই ভেদাভেদ
এমন খুশীর দিনে,
নতুন নতুন জামা কাপড়
আনছে সবে কিনে।