ঐ যে দেখো টুনটুনিটা
নাড়ছে লম্বা লেজ,
আকারে সে ছোট্ট হলেও
ভীষণ যে তার তেজ।
এ ডাল থেকে সে ডালেতে
করছে উড়াউড়ি,
মুখেতে তার কিচিরমিচির
হয় না যে তার জুড়ি।
বাড়ির পাশে শিম বাগানে
নৃত্য সকালবেলা,
মনটা জুড়ায় দেখে আমার
টুনটুনিটার খেলা।
ধরতে গেলে দেয় না ধরা
অতি চালাক পাখি,
অবাক হয়ে কেবলই যে
চেয়ে চেয়ে থাকি।