সুপ্রভাত সিডনি রিপোর্ট : সিডনির বাংলাদেশী এলাকাখ্যাত ল্যাকেম্বায় বাংলাদেশী একজন ব্যবসায়ী আবারো ছিনতাইয়ের কবলে পড়েছেন। ল্যাকেম্বায় দীর্ঘদিন যাবৎ মানি এক্সচেঞ্জের ব্যবসায়ী প্রতিদিনের মতো সেদিনও বাড়ি ফেরার সময় এ দুর্ঘটনা ঘটে।
গত ৮ মে বুধবার রাত ১১:৪০ মিনিটের দিকে দুজন ছিনতাইকারী আগে থেকে ওৎ পেতে বসে ছিল দেশি ব্যবসায়ীর গাড়ির কাছে। গাড়ি পার্ক করা ছিল তার মানি এক্সচেঞ্জের পিছনেই, প্রায় একশত মিটার দূরত্বে। সারাদিনের ব্যবসা গুটিয়ে ক্যাশ নিয়ে প্রতিদিনের মতো গাড়িতে উঠতে গেলে হঠাৎ মুখোশ পরা দুইজন ছিনতাইকারী তার উপর ঝাঁপিয়ে পড়ে। টাকার বেগ নিয়ে অনেকক্ষণ ধস্তাধস্তি চলে। অবশেষে ছিনতাইকারীরা ব্যবসায়ীকে প্রচণ্ড মারধর করে ক্যাশ ছিনিয়ে নিয়ে যায়। নাকে ও মুখে রক্তক্ষরণে পুলিশ বিষয়টিকে গুরুত্ব সহকারে নিয়েছে। ঘটনাস্থলে পুলিশ,অ্যাম্বুলেন্স এমনকি হেলিকপ্টার পর্যন্ত চলে আসে।
গাড়ি রাখার জায়গায় কোনো সিসিটিভি ছিলনা, তাই শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।
ধারণা করা হচ্ছে, আশপাশের কেউ জড়িত থাকতে পারে। পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে। যদি কেউ উক্ত ঘটনা সম্পর্কে তথ্য দিতে আগ্রহী তবে এ নাম্বারে যোগাযোগ করুন : 1800 333 000
এদিকে, পুলিশের বিশেষ বাহিনী Counter Terrorism and Special Tactics ল্যাকেম্বার জনৈক বাংলাদেশী একাউন্টেন্ট ফার্মে অভিযান চালায়। বিভিন্ন কর ফাঁকি ও ভুয়া নামে মানুষকে ব্যাংক ঋণ করিয়ে দিয়ে অর্থ আদায় করতেন উক্ত ক্রাইম সিন্ডিকেটের সদস্য। এর আগেও একই ফার্মে রেইড দিয়ে উক্ত একাউন্টেন্টকে গ্রেপ্তার করে,পরে জামিনে বের হয়ে আসেন।