উতলা বসন্তে: বিচিত্র কুমার

ফুল ফুটেছে এক দীর্ঘ অপেক্ষার পর;

একটি বছর পর।

প্রজাপতি ডানা মেলেছে তার উপর

বাঁধতে ভালোবাসার ছোট্ট ঘর।

কোকিল ডাকে বনে বনে-

মন মাতানো গানে।

মন টিকে না একলা ঘরে

এমন মধুর দিনে।

ইচ্ছে করে হারিয়ে যেতে

হরেক ফুলের দেশে,

সেজেগুজে ফুলপরীরা

হারায় ভালোবাসায় ভেসে।

কচি সবুজ পাতার ফাঁকে

লুকিয়ে আমি দেখি-

বুকের মাঝে কার ছবিটা

খোদাই করে আঁকি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *