অথই নদী এপার-ওপার
দু’পারে নাচে ঢেউ,
ওপার যেতে পার করে দেয়
আছে এমন কেউ।
কীসের এমন আশঙ্কা ওই
কীসের এতো ভয়,
মাঝি ভায়া থাকলে কোনো
থাকে না সংশয়।
দূরের গাঁয়ে নাইওরি যায়
সপাৎ সপাৎ নাও,
বাতাস বলে ও মাঝি ভাই
জলদি তরি বাও।
পাল তোলা নাও জোরসে ছোটে
মাঝি ঘোরায় হাল,
মাঝি এবং ঢেউয়ের নদী
থাকলে চিরকাল।