চাঁদের বুকে তারায় হাসে
মিটিমিটি করে,
পূর্ণিমারই চাঁদটি দেখে
খোকায় হাসে ঘরে।
হাত নাড়িয়ে চাঁদকে ডাকে
ছোট্ট সোনামণি,
তারই কাছে চাঁদটি যেনো
সোনার একটি খনি।
খুশিতে তার মনের মাঝে
জাগে আশার আলো
অন্ধকারের চিবুক ছিঁড়ে
দেখায় কতো ভালো।
বলবে কথা চাঁদের সাথে
আলতো আমতা স্বরে,
চাঁদ মামা সে কোথায় গেলো
মেঘে আড়াল করে?
রাত হলেই চাঁদের সঙ্গে
বাহিরে চায় যেতে,
সেই খুশিতে চার-দেয়ালে
আনন্দে রয় মেতে।