শূন্যতা পূরণে আমি যতটাই পরিশ্রমী
ও সচেষ্ট হই না কেন
পরিকল্পনা ও চেষ্টা মাফিক যতটাই
আমি সময়কে জমা রাখিনা কেন
তবুও চাহিদার আমদানিতে সৃষ্টি প্রায়
অমীমাংসিত নিরেট কোনো শূন্যতা;
বেশ ভুসাতে যতই হইনা কেন সৃজিত?
ভেতরটা তবুও অপ্রকাশিত রয়;
ঘাটতি সময়ের যন্ত্রণা আর শূন্যতায়
বেড়ে উঠা অভাবগুলো আজও
আমায় নিঃসঙ্গ আঁধারে ঢেকে দেয়!
মাসের খরচ সংকুলান হওয়ার পরেও
দেখি অপেক্ষায় নতুন এক শূন্যস্থান!
তখন মনে হয় আরও পথ রয়েছে বাকি
সময়কে না-হয় রাখি একটু জমিয়ে;
কিন্তু সময় ততক্ষণে দারুণ বেগবান!