শেষ হলো যে মহা উৎসব
তিন দিন উদযাপিতে,
একটি গরু একটি ছাগল
রবের সন্তুষ্টিতে।
বাবার বাড়ি ঈদের দিনে
গরু দিলাম সবে,
নিজের বাড়ি দ্বিতীয় দিন
ছাগল দিলাম জবে।
ভালোবাসার পশুটিকে
কাঁঠাল পাতা খিলায়,
খোকা খুকি কান্না করে
প্রভুর নামে বিলায়।
আয়েশ করে সবাই মোরা
একই সাথে খাবার,
পরিবারের সবাই মিলে
কবে পাবো আবার?
গরীব দুঃখী পাবে তারা
গোস্ত ওখান থেকে!
ত্যাগের মাসটি চলে গেল
খুশির বার্তা মেখে।