কুরবানি: ফারুক আহম্মেদ জীবন

কুরবানি মানে তো শুধু বনের পশু নয়

মনের পশুকে জবেহ করা,

যে পশুর হিংস্রতায় আজ

টাকা আভিজাত্য আর ক্ষমতার দাপটে

অসহায়, গরীব দুঃখী, কাঙ্গাল নিঃস্বজনদের

হতে হয় নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত

হতে হয় সবকিছু হারা।

কুরবানি মানে তো বিবেকের বদন্যতা

অন্তরখানি প্রশাস্ত করা,

সে অন্তর যদি হয় পিশাচ সূলভ

তবে কি আর অর্থের জোরে কুরবানি করে

পাপ ধুয়ে মুছে সাফ করা যাবে

অবুঝ পশুর রক্ত দ্বারা?

কুরবানি মানে তো প্রভুর দেওয়া আদেশ

নিঃস্বার্থভাবে পালন করা,

মনের মধ্যে থাকে যদি গলদ ভরা

তবে কি আর তার দরবারে কবুল হবে বলো

অর্থের জোরে যতই দাও তুমি কুরবানি

বলদ, ছাগল, উট, ভেড়া?

বনের পশু যখন তুমি দেবে কুরবানি

না আসে যদি চোখে পানি

না কাঁদে যদি তোমার অন্তরখানি?

তবে তো সেটা নয় প্রভুর মহব্বতের কুরবানি

অভাবি, গরীব-দুঃখীদের হক ভুলে

মাংস রাখো যদি ফ্রীজে তুলে

তবে কি দিলে রবকে ভালোবেসে কুরবানি?

সমাজকে বুঝালে তুমি ধনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *