মানুষ জাতি এখন যেন অন্যরকম,
আকৃতিতে মানুষ হলেও স্বভাবে নয়।
মনুষ্যত্ব বিকিয়ে গেছে এখন তাদের,
মনুষ্যত্ব ছাড়া তারে মানুষ কি কয়?
এই যে দেখছ চতুর্দিকে মানুষ ভরা,
আসলে কি মানুষ এরা দেখছ যাদের?
ভেতর থেকে দেখো যদি সংগোপন,
দেখতে পাবে পশুর স্বভাব ভরা তাদের!
ভালো করে দেখো যাদের চেনো তুমি,
পরিচিত কিংবা তোমার আপন স্বজন।
আপন মনে নিখুঁত ভাবে হিসাব কষে,
ভেবে বলো এদের ভেতর মানুষ ক’জন?