সিডনিতে প্রবাসী স্কাউটসের আনন্দ সমাবেশ

 

সুপ্রভাত সিডনি রিপোর্ট: বাংলাদেশ স্কাউটসের ৫২তম বার্ষিক সাধারণ সভা ও আনন্দ সমাবেশ ১৩ জুলাই  সিডনীর ব্লাক্সল্যান্ড পার্কে অনুষ্ঠিত হয়।

স্কাউট ফোরামের সভাপতি মো: আলাউদ্দিন অলোক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সর্দার মোহাম্মদ খালেদ।

সমাবেশে ভিডিও অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটসের নব-নির্বাচিত সভাপতি ড. মোজাম্মেল হক খান, সাবেক সভাপতি মো: আবুল কালাম আজাদ এমপি, প্রাক্তন জাতীয় কমিশনার রফিকুল ইসলাম খাঁন, প্রাক্তন জাতীয় কমিশনার ড.শরীফ আস সাবের প্রমুখ। আরো বক্তব্য রাখেন, ওমর ফারুক পিআরএস, ফারুক আহমেদ খান পিআরএস, কামরুল মান্নান আকাশ, খোরশেদ আলম এলটি, মো: মনিরুজ্জামান, মাজেদা বেগম, ড. খায়রুল চৌধুরী, নাসিমা আক্তার এলটি, রেজওয়ান পিএস, দেলোয়ার হোসেন, কামরুল হাসান মান্নান, শেখ লুৎফর রহমান মাজেদ।

অতিথিদের বক্তব্য স্কাউটের মূলমন্ত্র ‘ওয়ান্স এ স্কাউট অলওয়েজ এ স্কাউট’ প্রবাসী সকলকে আগামীতে দেশ সেবা ও সমাজ সেবায় প্রেরণা যোগাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *