মিতুর পুতুলের বিয়ে হবে
পুতুল দেবে বিয়ে,
বর আসবে দোলনায় চড়ে
বিয়ের শাড়ি নিয়ে।
রান্নাবান্না শেষ হয়েছে
আজ পুতুলের বিয়ে,
খাওয়া-দাওয়া শেষ করেছে
পুতুলকে যাবে নিয়ে।
দুইদিন পরে পুতুল আসবে
ছিনিমিনি হলো বিয়ে,
মানুষের আজকাল হয় বিয়ে
পুতুলের মতো বিয়ে।