728 x 90

আমি একবিংশ বলছি: আয়শা সাথী

আমি একবিংশ শতাব্দি বলছি- আমি ফেব্রুয়ারি’র রফিক, শফিককে পাইনি জুলাই’য়ে তাঁদের পুনঃজন্ম পেয়েছি; আমি ৬৯’র আসাদ’কে দেখিনি ২৪’শে একজন আবু সাঈদকে দেখেছি; ৯০’র নূরের রক্তে ভিজিনি আজ সহস্র নূরের পবিত্র রক্তে সিক্ত হয়েছি। আমি একবিংশ ২৫’র ‘অপারেশন সার্চলাইট’ দেখিনি কয়েকটি কালো রাতের স্বাক্ষী হয়েছি; ৭১’র বেয়নেট কিংবা লেলিহান অনলে পুড়িনি ২৪’র টিয়ারসেল আর বুলেটে মুড়েছি;

আমি একবিংশ শতাব্দি বলছি-

আমি ফেব্রুয়ারি’র রফিক, শফিককে পাইনি

জুলাই’য়ে তাঁদের পুনঃজন্ম পেয়েছি;

আমি ৬৯’র আসাদ’কে দেখিনি

২৪’শে একজন আবু সাঈদকে দেখেছি;

৯০’র নূরের রক্তে ভিজিনি

আজ সহস্র নূরের পবিত্র রক্তে সিক্ত হয়েছি।

আমি একবিংশ ২৫’র ‘অপারেশন সার্চলাইট’ দেখিনি

কয়েকটি কালো রাতের স্বাক্ষী হয়েছি;

৭১’র বেয়নেট কিংবা লেলিহান অনলে পুড়িনি

২৪’র টিয়ারসেল আর বুলেটে মুড়েছি;

শহীদ জননী জাহানারা ইমামকে দেখিনি

২১ শতকের সহস্র জাহানারার মাতৃরোলে কেঁপেছি।

কতোকাল স্যার শামসুজ্জোহাকে খুঁজেছি

জুলাই-বসন্তে  তাঁর প্রতিকৃতি পেয়েছি;

৫৭’র একজন মীর জাফরকে দেখেনি

নয়া জাফরদের গিরগিটিপনায় থু থু ছু্ঁড়েছি;

আমি একবিংশ শতাব্দি-

রক্ষকের পক্ষে আজ হাসতে পারিনি

অশান্ত নবীনের তরে আজ কাঁদতে এসেছি।

Read More

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

সর্বশেষ পোস্ট

Advertising