রজব আলীর জীবন মাঝে
দুঃখের সীমা নাই,
লবণ আনতে পান্তা ফুরায়
ক্ষুধায় কাতরায় ভাই।
দাম বেড়েছে সব জিনিসের
বাড়েনি তার আয়,
স্বল্প মূল্যে কর্ম কেটে
পরান যেন যায়!
অনাহারে অর্ধাহারে
কাটায় দিবস-রাত,
থাকে না তার পুঁজি হাতে
জুটে না তাই ভাত।
ঝড় বৃষ্টিতে জবুথবু
নেই যে দালাল ঘর,
আর্তনাদ তার জীবন সঙ্গী
সুখ করেছে পর!
এমন হাজার রজব আলীর
দেশের মাঝে বাস,
দুখের সঙ্গে পাঞ্জা লড়ে
কাটায় বারো মাস।