এসো সবাই দেশ গড়ি
মিলে করি কাজ,
তবে দেশটা সুন্দর হবে
নাহি করি লাজ।
মিলেমিশে থাকি সবে
ভুলে গিয়ে রাগ,
স্বদেশ প্রেম ধারণ করি
মুছে যাবে দাগ।
বিশ্ব দেখে অবাক হবে
দিবে আমাদের দাম,
সকল দেশের সেরা হোক
ছড়িয়ে পড়ুক নাম।
রক্তপাত করবো না আর
এসো শপথ করি,
ছোট বড়ো সবাই মিলে
নিজের দেশ গড়ি।
দেশকে নিয়ে গর্ব করি
তুলে ধরবো বিশ্বে,
তুমি আমি জেগে ওঠে
নিয়ে যাবো শীর্ষে।