অনাবৃষ্টি কোটা বৈষম্য
সরকারি চাকরিতে খরা,
প্রতিবাদের মেঘ জমে
কেঁপে ওঠে বসুন্ধরা।
মিছিল চলে মিছিল চলে
ছাত্রদের অধিকারের দাবি,
হঠাৎ বুকে পুলিশের গুলি
রক্তাক্ত ছাত্র শিবির ঢাবি।
ছড়িয়ে পড়ে প্রতিবাদ
ঝড়ে পড়ে তাজা প্রাণ,
রক্ত দিয়ে লিখা রবে
ছাত্র ভাইদের প্রিয় নাম।
বৈষম্য বিরোধী কোটার দাবিতে
রাজপথে যারা দিলো রক্ত,
তাদের রক্তে মুক্তি পেলো
বঙ্গদেশে কোটার রাজত্ব।