মন গভীরে উঠল ধেয়ে হঠাৎ তুমুল ঝড়, দেশদ্রোহী আমলাদেরকে কর রে বহিষ্কার। বুকের ভেতর স্বদেশ প্রেমের মস্তবড় ঘাঁটি হৃদয় ভরা স্বপ্ন বুকে স্বাধীন দেশে হাঁটি। এ দেশ আমার জন্মভূমি ভালোবাসি তারে, সবুজ শ্যামল সোনালী ক্ষেত মায়ের মত যারে। টগবগ করে রক্ত আমার প্রতিবাদী চিৎকারে, সংগ্রামী পথ ধরেছি যখন থাকবোনা কোন ঘরে। হৃদয় আমার গর্বিত হলো
মন গভীরে উঠল ধেয়ে হঠাৎ তুমুল ঝড়,
দেশদ্রোহী আমলাদেরকে কর রে বহিষ্কার।
বুকের ভেতর স্বদেশ প্রেমের মস্তবড় ঘাঁটি
হৃদয় ভরা স্বপ্ন বুকে স্বাধীন দেশে হাঁটি।
এ দেশ আমার জন্মভূমি ভালোবাসি তারে,
সবুজ শ্যামল সোনালী ক্ষেত মায়ের মত যারে।
টগবগ করে রক্ত আমার প্রতিবাদী চিৎকারে,
সংগ্রামী পথ ধরেছি যখন থাকবোনা কোন ঘরে।
হৃদয় আমার গর্বিত হলো এ দেশে জন্ম লয়ে,
উড়ে নিশান নীল আকাশে দেখি নয়ন মেলে।
বীরের মতো লড়ে যাবো সকল বাধা ছিঁড়ে,
বাঁচতে হবে বাঘের মতো যাবো নাকো হেরে!
Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *