মন গভীরে উঠল ধেয়ে হঠাৎ তুমুল ঝড়,
দেশদ্রোহী আমলাদেরকে কর রে বহিষ্কার।
বুকের ভেতর স্বদেশ প্রেমের মস্তবড় ঘাঁটি
হৃদয় ভরা স্বপ্ন বুকে স্বাধীন দেশে হাঁটি।
এ দেশ আমার জন্মভূমি ভালোবাসি তারে,
সবুজ শ্যামল সোনালী ক্ষেত মায়ের মত যারে।
টগবগ করে রক্ত আমার প্রতিবাদী চিৎকারে,
সংগ্রামী পথ ধরেছি যখন থাকবোনা কোন ঘরে।
হৃদয় আমার গর্বিত হলো এ দেশে জন্ম লয়ে,
উড়ে নিশান নীল আকাশে দেখি নয়ন মেলে।
বীরের মতো লড়ে যাবো সকল বাধা ছিঁড়ে,
বাঁচতে হবে বাঘের মতো যাবো নাকো হেরে!