এসো সবে নতুন করে
দেশটা আবার গড়ি,
করবো না কেউ নষ্ট কভু
দেশের পয়সা কড়ি।
দেশ আমাদের সবার কিন্তু
যেয়ো নাকো ভুলে,
নতুন করে সাজাও সবাই
নানান ফুল ও ফলে।
আমরা যদি দেশ সৌন্দর্যে
এগিয়ে ফের আসি,
দেখতে পাবো আবারো যে
সবার মুখে হাসি।
সব ভেদাভেদ ভুলে গিয়ে
দেশকে বাসি ভালো,
ইনশাআল্লাহ দেখবো আবার
নতুন ভোরের আলো।
বিশ্বের বুকে মাথা তুলে
বলবো গর্ব করে,
দেখিয়েছি আমরা যে ভাই
নতুন বাংলা গড়ে।