এমন স্বাধীনতা কি চেয়েছিলাম
আমার টাকায় বুলেট কিনে আমার গায়েই ছুড়ে
রাজপথে আজ বেওয়ারিশ লাশ
বাতাসে নিত্য বুলেটের গন্ধ যায় উড়ে।
ক্ষমতা আছে বলে যখন যেভাবে যা ইচ্ছা করবে
প্রতিবাদে তাদের বুলেট গিলাবে
সত্য বলতে গেলে তোমার ট্যুটি চেপে ধরবে!
মানুষ মারবে মানুষের টাকায় কেনা বুলেটে
অথচ পা চেটে যাবে ক্ষমতাসীনদের
হজম হবে না মানুষের রক্ত কখনো তোমাদের পেটে।
সত্যের যখন জয় হবে পালাবে তখন কই?
অশ্রু ঝরিয়েছো, মায়ের বুক খালি করেছো কত
এখন বলো- আর কত আমরা চুপ করে রই।
শহিদদের এই উত্তরসূরি নব্য শহিদদের সালাম
জীবন দিয়ে দেখিয়ে গেলে আমাদের
অন্যায়ের কাছে হারিনি কখনো আর এখন না হারলাম।
পঞ্চাশ বছরেও যাদের ভুলতে পারেনি এ জাতি
কি করে চাও ভুলিয়ে দিতে শত শত শহিদের
রক্তের দাগ লেগে থাকা কালো রাত ফিরবে কি প্রভাতি?