মেট্রিক থেকে বিসিএস এর
প্রশ্ন করছে ফাঁস,
গাড়ির ড্রাইভার কোটিপতি
ডুপ্লেক্স ফ্ল্যাটে বাস।
অল্প আয়ের বেতন পেয়েও
কোটি টাকার মালিক,
ভাবখানা তার নাছোড়বান্দা
ভিখারির রূপ শালিক।
যে যার মতো চলছে দেশে
কেউ রাখেনা খোঁজ,
আমলাগুলো গণ্ডার চামড়া
হৃদয়ে নাই বোঝ।
দুর্নীতির আজ ঊর্ধ্বগতি
চামচামিতে সেরা,
পাতি নেতায় ছেয়ে গেছে
আসল নেতা ভেড়া।
ডিজিটালের অন্তরালে
দেশটা হচ্ছে ক্ষয়,
আমজনতা আঙ্গুল চুষে
দেখো বাংলার জয়।