থাকুক রাখুক ধরে গদি
তা ক্ষমতার মোহে যদি
চোখে পড়ে ছানি,
বিপদের ভূতটাকে নিজে
ঢেকে আনছেন টানি?
জমলে মোহ লালসা রসে
দুঃখ বেদনায় কুর্শি বসে
বিবেক বোধের ব্যতিরেকে
আপন মর্জির রঙ্গ মেখে
অটল যদি থাকো?
সময় স্রোতে ভাসতে হবে
ভেঙে দম্ভের সাঁকো।
বুঝতে হবে জানতে হবে
গণের সাধও মানতে হবে
কোন স্রোতে জল গড়ায়,
দায়িত্ব বোধে সামাল দিবে
না করে বল বড়াই।
ধীরে ধীরে রোষ বাড়িলে
অন্যের চোখে দোষ বাড়িলে
দেখবে তা খতিয়ে,
বুঝ ব্যবস্থায় শান্তি আনলে
জ্বলবে দীপ জ্যোতি-এ।