জীবনাঙ্কের খাতাটা শূন্যতেই ঘুরছে;
অতীতের ভুল নিয়মে আবদ্ধ বর্তমান
অনিয়মের ফাঁদে কুঁকড়ে আছে ভবিষ্যৎ,
অনিশ্চিত উপসংহারে নিস্ফল ক্রন্দন।
যোগ – বিয়োগ, গুণ – ভাগ কিংবা সরল;
গোঁজামিলের আশ্রয়ে হিসাবটা বড্ড গরল
ভুল সূত্রে জ্যামিতিক নকশায় ব্যর্থতার চিহ্ন,
অন্তঃসারশূন্যতার মাঝে পতিত অধ্যাবসায়।
সরল অংক সহজিকরণ করার ব্যর্থ চেষ্টা;
জটিল গাণিতিক সূত্রেই মিটাতে হবে তেষ্টা।