কদমফুলের দিন এসে চুপিচুপি বলে, ‘কাঁদ্ রে, বাদল।’
তখন আমারও বড্ড কাঁদতে ইচ্ছে হয়
পাঁজরে নিচে কালো মেঘেদের উৎপাত বাড়ে
আমার চৌচির ঠোঁটে বেদনারা ফুলেফেঁপে ওঠে;
কথার ঢেউগুলো আছড়ে পড়ে দু’চোখের সৈকতে
খুব করে আমারও কাঁদতে ইচ্ছে হয় তোমার নামে
তুমি কৌশলে আরো ব্যথা পাঠাও অবহেলার খামে।
যদি একবার আমি চিৎকার করে কাঁদতে পারতাম!
মেঘে মেঘে আরো ঘন হয় উত্তরের আকাশ
বিরহের চারু দহনে উতলা হয় ঘূর্ণি বাতাস
তারপর আমি কাঁদার জন্য আয়োজন করি
আহা! আমি কেবল কাঁদতে পারি না।
আবার মেঘে মেঘে বেলা গড়ায়
দ্রিম দ্রিম শব্দে বিজলি চমকায়
আকাশে এতো কালো মেঘ
তবুও কেন যে বৃষ্টি হয় না আকাশে আকাশ!