বোবার মতো কেনো নিঃচুপ থাকতে হয়?
সত্য কথা বলতে কেনো লাগে ভয়?
এই চোখ থাকতে তবু কেনো অন্ধ হই?
ভাই হারালাম, বোন হারালাম ক্যামনে সই?
স্বৈরাচারীর এই রাজনীতি বিষাদময়
হতেই থাকবে এই দেশের জান-মালের ক্ষয়!
একটুও কি কারো মায়া লাগে না?
কারো বিবেক কখনো কি জাগে না?
আর রাখবো না আমাদের এই মুখ বন্ধ
এই চোখ থাকতে হবো না আর কেউ অন্ধ।
রুখে দাঁড়াও এগিয়ে যাও বাঁচাও দেশ
নয়তো ওরা এই দেশটাকে করবে শেষ!