জাগলো আবার সবুজ পাহাড় ফুল পাখিদের দল জাগলো নদীর ঢেউগুলোও ছলাৎ ছলাৎ ছল। জাগলো ছড়া কবিতারা, গল্প গানের দেশ জাগলো খোকা জাগলো খুকি গড়বে সোনার দেশ। হাটের মানুষ মাঠের মানুষ জাগলো নতুন করে ফুল ফসলে এদেশটাকে দেবেই এবার ভরে। জাগলো কথা সুপ্ত প্রাণে খোকার মুখে হাসি জন্মভূমি মা যে তোকে অনেক ভালোবাসি। বাউরি বাতাস জাগলো
জাগলো আবার সবুজ পাহাড় ফুল পাখিদের দল
জাগলো নদীর ঢেউগুলোও ছলাৎ ছলাৎ ছল।
জাগলো ছড়া কবিতারা, গল্প গানের দেশ
জাগলো খোকা জাগলো খুকি গড়বে সোনার দেশ।
হাটের মানুষ মাঠের মানুষ জাগলো নতুন করে
ফুল ফসলে এদেশটাকে দেবেই এবার ভরে।
জাগলো কথা সুপ্ত প্রাণে খোকার মুখে হাসি
জন্মভূমি মা যে তোকে অনেক ভালোবাসি।
বাউরি বাতাস জাগলো দেখো সবুজ গাছের দোলে
ঘুমিয়ে থাকা মনটাও আজ মনের দুয়ার খোলে।
নতুন করে আলোর পাখি শোনাও আবার গান
সবার মাঝে জাগুক আবার হারিয়ে যাওয়া প্রাণ।
আবার সবাই মিলেমিশে সোনার এ-দেশ গড়ি
এই দেশে আজ আসুক নেমে শান্তি নামের পরি।
Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *