আয় ছেলেরা গোল্লা খেলি
খলা পাড়ের মাঠে,
খেলা শেষে সাঁতার কাটি
তিতাস নদীর ঘাটে।
লুকোচুরি খেলবো আমরা
ডুব দিয়ে তার জলে,
এপার থেকে ওপারে যাই
সাঁতার কাঁটার ছলে।
আরো খেলবো কানামাছি
গামছা বেঁধে চোখে,
টোকা দিলো কে কপালে
বলতে হবে যে মুখে।
আয় ছেলেরা গোল্লা খেলি
খলা পাড়ের মাঠে,
খেলা শেষে সাঁতার কাটি
তিতাস নদীর ঘাটে।
লুকোচুরি খেলবো আমরা
ডুব দিয়ে তার জলে,
এপার থেকে ওপারে যাই
সাঁতার কাঁটার ছলে।
আরো খেলবো কানামাছি
গামছা বেঁধে চোখে,
টোকা দিলো কে কপালে
বলতে হবে যে মুখে।