আমি দেখতে চাইনি এমন বিপন্ন সময়
কন্টকের আড়ালে কুসুম সুরক্ষিত নয়
রাত হলে হায়নার আনাগোনা বাড়ে
নরকের কীট পতঙ্গ জীবন্ত কলিজা কুরে খায়।
গভীর রাতে জোনাকির আলো নেভে
জীবন্ত তাজা মাংসের লোভে
শিকারের আশায় জ্বলে ওঠে পাশবিক নিষ্ঠুর চোখ।
এই নির্লজ্জ সময়ে
উতলা সাগর হয়ে কান্না ভেসে যায়
কী ভাষায় প্রতিবাদ হবে, হারিয়ে গেছে সব
ক্ষোভ ঘৃণা রাগ দুঃখ হৃদয় ফুঁড়ে বেরিয়ে আসতে চায়।
প্রতিবাদের মুষ্টিবদ্ধ হাত তোলা জনস্রোত
লক্ষ পায়ে ঢাকে রাজপথ
নির্যাতিতা আত্মারা বাতাসের কানে কানে বলে,
যদি এই প্রতিবাদ সাময়িক হয়
এমন পৃথিবীতে নারী হওয়া নিদারুণ বিস্ময়!