ফিরতি পথে একগুচ্ছ কাশফুল এনো
ঝিমিয়ে পড়ার আগে,
কাশফুলের জীবন আমার মতোই
ঠিক আমার যৌথ জীবনের মতো
ক্ষনস্থায়ী, অবহেলিত জীবন।
মানুষ কাশবনে যাবে
নিজেকে রাঙাতে ছবি তুলবে
ছিড়ে, ভেঙে ফুলগুলো গুচ্ছ বানাবে
তারপর ফুলগুলো শুধু ছবিতে থাকবে।
ক্ষণস্থায়ী জীবনের গল্পে মানুষ বেশ আগ্রহী
নিঃসঙ্গ, একা মানুষগুলোকে নিয়ে হা-হা, হি-হি।