ডিউক হুদা : খুনি হাসিনা , আমার ভাই, জাতীয় বীর, আগস্ট বিপ্লবের মহান নায়ক, বীর মুক্তিযোদ্ধা শহীদ মেজর বজলুল হুদা’কে অবৈধভাবে জেলখানায় ঢুকে নিজ হাতে জবাই করে হত্যা করেছে। খুনি হাসিনা এখানেই থেমে থাকেনি; আমার ভাগনি আফসানা পাশা লীরা’কে গাড়ির দুর্ঘটনার মাধ্যমে হত্যা করেছে। আমার ভগ্নিপতি, জাতীয় বীর লে. কর্নেল আব্দুল আজিজ পাশা’কে মানসিক যন্ত্রণার মাধ্যমে হত্যা করা হয়েছে। আমার স্নেহময়ী মা, খোদেজা বেগমকে মানসিক যন্ত্রণা দিয়ে নিঃশেষ করেছে। আমাদের ওপর জেল, জুলুম, অত্যাচার ও লুণ্ঠন চালিয়েছে; আমাদের বাড়ির সব জিনিসপত্র পুলিশ লীগ দিয়ে তছরুপ করেছে।
তার শাসনামলে এদেশবাসীকে অত্যাচার করা হয়েছে, খুন, গুম, হত্যা, রাহাজানি ও লুণ্ঠন করে আমাদের সমগ্র জাতিকে একটি জাহেলিয়াতের যুগে পরিণত করা হয়েছে। সেই খুনি পালিয়ে গেছে, কিন্তু তার দোসরেরা এখনও সক্রিয়; সে নিজেও বাইরে থেকে তৎপর। শহীদের রক্তের সাথে বেঈমানি করে সে এখনও বড় বড় কথা বলে, এদেশবাসীকে হত্যার হুমকি দিচ্ছে। আমাদের এখনই সতর্ক হতে হবে এই হত্যাকারী ও তার দোসরদের বিরুদ্ধে। তাদের সমুচিত বিচার নিশ্চিত করতে হবে এবং বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
আমার ভাই কবরে, খুনি কেন বাইরে? আমার ভাগনি কবরে, খুনি কেন বাইরে? আমার ভগ্নিপতি কবরে, খুনি কেন বাইরে? আমার মা কবরে, খুনি কেন বাইরে? শহীদরা কবরে, খুনি কেন বাইরে? খুনি কেন বাইরে? আমি মোহাম্মদ নুরুল হুদা ডিউক, খুনি হাসিনার উপযুক্ত বিচার দাবী করছি।
লেখক ডিউক হুদা শহীদ মেজর বজলুল হুদার ভাই